সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সম্ভাব্য মেয়রপ্রার্থী সাংবাদিক ইউসুফের “কেমন মেয়র চাই” শীর্ষক মতবিনিময়সভা

সম্ভাব্য মেয়রপ্রার্থী সাংবাদিক ইউসুফের “কেমন মেয়র চাই” শীর্ষক মতবিনিময়সভা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

আজ সকাল ১১টায় আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়রপ্রার্থী চাটগাঁর বাণীর প্রধান সম্পাদক,রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের স্থানীয় সকল সামাজিক, সাংস্কৃতিক শিক্ষা ও মানবিক সংগঠনের প্রধানদের সাথে “কেমন মেয়র চাই” শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড পৌরসভাসদরের আল আমিন রেস্তোরাঁয় গল্পকার ও কথাসাহিত্যিক দেবাশিস ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সম্ভাব্য মেয়রপ্রার্থী মোহাম্মদ ইউসুফের উপস্থাপিত ২১দফা কর্মসূচি ও “কেমন মেয়র চাই” এর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা দিদারুল আলম, আর আর টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দার হোসেন, উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, মেরন সান কলেজের প্রভাষক মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যসচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফ খান,সাংবাদিক ইমাম হোসেন স্বপন, সীতাকুণ্ড জন্মাষ্টমি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, পরিবহন শ্রমিকনেতা আবুল কাশেম,মণিষা সমাজউন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু, জিয়া নূর ফাউন্ডেশানের সাধারণ সম্পাদক আতাউল হাকিম আরিফ, মেঘমল্লার খেলাঘর আসরের জাহিদুল ইসলাম চৌধুরী বিটু, সুরাঙ্গণ খেলাঘর আসরের পরেশ দাশ গুপ্ত,মাতৃভূমি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শিপলু দাশ, প্রথম প্রহর ফাউন্ডেশান প্রধান জিল্লুর রহমান শিবলী, বারামখানা সামাজিক সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী, ডিডিএফ এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ ভুঁইয়া, জনসেবা কল্যাণে আমরা সভাপতি মো. আবু তাহের, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন মো. জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড যুবউন্নয়ন ফাউন্ডেশানের সভাপতি সাংবাদিক এন কে মনির,িআলো মানবিক উন্নয়ন সংগঠনের সভাপতি হারুণ অর রশিদ
বক্তারা বলেন, আমরা এমনএক মেয়র চাই, যিনি সীতাকুণ্ড পৌরসভার বিরাজমান জলাবদ্ধতা সমস্যা, বর্জ্য অব্যবস্থপনা, পানীয় জলের সঙ্কট দূর করবেন, কাঁচাবাজার, খেলারমাঠ ও রাস্তাঘাটের উন্নয়ন, আলোকায়ন, সুবিচার ব্যবস্থা নিশ্চিত করবেন। আমরা এমনএক মেয়র চাই, যিনি মেয়র হলে চন্দ্রনাথধামের উন্নয়ন, পর্যটন, ক্রীড়া, শিক্ষা- সংস্কৃতি, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজসহ পৌরএলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন। সীতাকুণ্ড পৌরসভাকে বিশ্বমানের পৌরসভায় রূপান্তর করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *