প্রেস বিজ্ঞপ্তি, সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ড উপজেলার হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফের সংস্কারক হযরত মাওলানা এস,এম,নুরুল ইসলাম বোখারীর প্রথম পুত্র , দৈনিক যুগান্তর পত্রিকার সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস,এম,ফোরকান আবুর বড় ভাই হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ এবতেদায়ী মাদ্রাসা, হেফজ ও এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা এস, এম, শাহে এমরান বোখারীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামী ২ মার্চ শনিবার।
এদিন মরহমের পরিবার হযরত পীর বার আউলিয়া (রঃ) দরগাহ শরীফ কবরস্হানে কোরানখানি, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে।
তিনি ২ মার্চ ২০২০ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।