সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দীন ইন্তেকাল এর খবর শুনে মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক জিন্নাত আরা ভারাক্রান্ত ভাবে বললেন আসলে নাছির সাহেব এর অবদান অমি ভুলতে পারবনা আমার ছেলে উনাদের বৃত্তি নিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে এবার এস এসসি পরীক্ষা দিবে। উনার অনুদান না পেলে আমার অনেক কষ্ট হত ছেলে মেয়ের পড়া লেখার খরচ চালাতে। এভাবে সীতাকুণ্ডের বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতার পাশাপাশি খাদ্য সহযোগীতায় সীতাকুণ্ডে অনেক হত দরিদ্র পরিবার আজ শিক্ষার আলোর মুখ দেখছে।
একই ভাবে যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির জানান আমার প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে প্রায় শতাধিক মেয়ে আর্থিক সহযোগিতা পেয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি একটি বিরল ঘটনা যে প্রতিমাসের যিনি এই সহযোগিতা অব্যহত রেখেছে। উনার মৃত্যুতে আজ সীতাকুণ্ডের শিক্ষকসমাজের পাশাপাশি অভিভাবকরাও শোকাহত।
চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও প্যাসিফিক জিন্স লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব নাছির উদ্দীন ইন্তেকাল করেছেন। আজ বিকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি- রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি দীর্ঘদিন বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। গত দেড়মাস যাবত ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও মরহুমের ভাইপো আব্দুল্লাহ আল মামুন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আগামী ০২ মার্চ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। ওইদিন সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম ইপিজেড এলাকায় এ প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। একইদিন বাদে যোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। বাদে আসর সীতাকুণ্ডের সলিমপুরস্থ নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আলহাজ্ব নাছির উদ্দিন সীতাকুণ্ডের প্রয়াত সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মাস্টারের ছোট ভাই। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দানবীর সাসির উদ্দিন এর মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিন,সভাপতি লায়ন মির্জা আকবর আলী খোকন সেক্রেটারী লায়ন নাছির উদ্দিন মানিক প্রমুখ।