সালা উদ্দিন,সীতাকুণ্ড টাইমসঃ
চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে কুমিরা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে.এম রফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টে মোট ৮টি স্কুল খেলায় অংশগ্রহণ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় টুর্নামেন্ট খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলাইমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সাংবাদিক শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, এস এম ইকবাল হোসাইন, ভিপি জহুরুল আলম, ইউপি সদস্য মোঃ সেলিম, মোঃ সালাউদ্দিন,মোঃ আলাউদ্দিন, মোঃ খোরশেদ আলম, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামসুল আলম, কুমিরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নেওয়াজ, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম গোলাম নুরসহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আগামী ২৬ তারিখ বিকেল ৩টায় উক্ত মাঠে শেখের হাট উচ্চ বিদ্যালয় বনাম শীতলপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে.এম রফিকুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।