সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথ ও রেলপথ অবরোধ||ছাত্রলীগের হামলায় দুই শিক্ষার্থী ও ১ ছাত্রলীগ নেতা আহত, বিশ্ববিদ্যালয়ের ১০টি গাড়ি ভাঙচুর||

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথ ও রেলপথ অবরোধ||ছাত্রলীগের হামলায় দুই শিক্ষার্থী ও ১ ছাত্রলীগ নেতা আহত, বিশ্ববিদ্যালয়ের ১০টি গাড়ি ভাঙচুর||

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবীতে সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম রেলপথ ও রাজপথ অবরোধ করে। গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ১১টার থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অবরোধ স্থায়ী ছিল। এসময় কক্সবাজারগামী পর্যটকদের একটি ট্রেন আটকে পড়ার পাশাপাশি মহাসড়কেও শতশত গাড়ি আটকা পড়ে চট্রগ্রাম সিটি গেইট থেকে উপজেলার বড়দারোগারহাট পর্যন্ত প্রায় ৩০ কিঃ মিঃ ব্যাপী জানজটের সৃস্টি হয়। অবরোধ শেষে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ড,মিরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অন্তত দশটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ-যুবলীগ। এসময় বেশ কয়েকজ ছাত্র আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের ভেতরে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। এরপর তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। চট্টগ্রাম মুখি লেনে অবরোধের কারণে দীর্ঘ ৩০কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এসময় এক ছাত্রলীগ নেতা মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলে তাকে ছাত্ররা গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। দুপুর তিনটার সময় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন যোগে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ড উপজেলা সদর, মিরসরাইয়ের বারৈয়ারহাট ও চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অন্তত দশটি গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ। এসময় তাদের হামলায় পনের শিক্ষার্থী আহত হয় বলে জানা যায়।
সীতাকুন্ড মডেল থানার পুলিশসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বার আউলিয়া হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোখন চন্দ্র ঘোষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লাইনে অবস্থান নিয়েছে আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ২০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *