সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ ইদিলপুর থেকে এক মাদ্রাসা ছাত্র বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। তার নাম নাজমুল হাসান সাকিব (১১) । সাকিব এর বাবা মোঃ করিম জানান গতকাল বুধবার দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের স্থায়ী বাড়ি কুমিরা সুলতানা মন্দির এলাকায় হলেও তারা দীর্ঘ দিন দক্ষিণ ইদিলপুর সিরাজ ট্রেডিং এর পুরাতন বাড়িতে ভাড়া থাকত। সাকিব যুবাইদিয়া মাদ্রাসায় প্রথম শ্রেনিতে পড়া লেখা করত। প্রতিদিনের মত গতকাল মাদ্রাসা থেকে এসে বাড়িতে ছিল । কিন্তু সে দুপুরে মাকে খেলতে যাচ্ছে বলে বের হয়ে যায়। রাতেও বাড়িতে ফিলে না আসায় আশে পাশে এবং নিকটতম আত্মীয় সজনের বাড়ি খোঁজ নিয়ে পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা । এ ব্যাপারে ছেলের বাবা মোঃ সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে আজ। ডায়েরি নং ৫৭৭।