সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুন্ড আলিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে কিশোর কন্ঠ পাঠক ফোরামের পুরস্কার বিতরণ ও অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
সীতাকুন্ড আলিয়া কামিল মাদ্রাসার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব,মু.তাহের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব,মু.কুতুব উদ্দিন শিবলী! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমেদ্বীন শ্রদ্ধাভাজন মাওলানা সেলিম জাহাঙ্গীর।আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা উওর শিবির সভাপতি সাকিব সিকদার।সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দগণ ওনাদের বক্তব্য বলেন,দেশ ও জাতির কল্যাণের জন্য প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে কোরআনের আইন চালু করতে হবে। এবং তা বাস্তবায়ন করার জন্য কুরআনের সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং অন্যকে বুঝাতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, কিশোর কন্ঠ হচ্চে একটি প্লাটফর্ম,এটি প্রতিটা ছাত্রের হাতে পৌছায় দিতে হবে এবং এটি জানা ও পড়ার জন্য আহবান করতে হবে।