সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
রাস্তার পাশেই বাড়ি পারুলের। অসুস্থ আত্মীয়কে দেখতে বেরহন শনিবার সকাল ১১টায়। কিন্তু তার আর রোগী দেখা হলনা। ঘাতক লেগুনা তাকে পাঠিয়ে দিল না ফেরার পথে।
স্থানীয় আজিম জানান অসুস্থ আত্মীয়কে দেখতে প্রতিবেশী মরিয়ম বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০)। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী লেগুনা চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় গুরুতর আহত হন মরিয়ম বেগম। গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। নিহত পারুল পৌর সদরের আমিরাবাদ এলাকার নুরুল আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, সকালে পৌর সদরের দক্ষিণ বাইপাস (মডার্ন হাসপাতালের সামনে) এলাকায় দুই নারী রাস্তা পারাপারের সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকসানা আক্তারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মরিয়ম বেগম। আহত মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লেগুনার চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করেছে কুমিরা হাইওয়ে পুলিশ ।