সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের সাথে হ্যান্ডিক্যাপের মতবিনিময়

সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের সাথে হ্যান্ডিক্যাপের মতবিনিময়

নির্দেশ বড়য়া,(সীতাকুণ্ড টাইমস ডটকম)  ঃ

times-28  সীতাকুণ্ড  উপজেলা মিলনায়তনে  বিভিন্ন এলাকা থেকে  প্রতিবন্ধী সংগঠনও ডিপিওয়ের সাথে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধীদের মাঝে  সম্পদ প্রদান ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার এজাজ নবীর পরিচালনায় উপস্থিত ছিলেন,এলও মোঃ ইমরান, ডিও মোঃ জাবেদ, ডিও প্রিন্স এন্টিনা, ডিপিও ফেডারেশনের সভাপতি বাবলু দেবনাথ, সাধারণ সম্পাদক শামসুল আলম,সিএল ডাব্লিও মোঃ নজরুলন ইসলাম,মোঃ মোরশেদ,রিনা আক্তার, মিনা আক্তার , তৌফিক ইসলাম, মিনুসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীরা । প্রোগ্রাম অফিসার এজাজ নবী বলেন, উপজেলার ১নং ইউনিয়ন থেকে ৮নং ইউনিয়ন পর্যন্ত  প্রতিবন্ধী সংগঠনও ডিপিওয়ের সাথে বিভিন্ন বিষয় মতবিনিময় সভা করা হয়। উক্ত ইউনিয়নের সমূহের প্রতিবন্ধীদের প্রতিজনকে ২০ হাজার ৩শ’ ৬৫ টাকা করে কমপক্ষে ৬শ’ জন প্রতিবন্ধীকে সম্পদ দেওয়া হবে। কিন্তু কারো হাতে নগদ টাকা দেওয়া হবেনা।  প্রদান কৃত টাকা দিয়ে ব্যবসা এবং পশুপালনসহ যে যা করতে ইচ্ছুক সে  মোতাবেক তাদের প্রত্যেককে সম্পদ কিনে দেওয়া হবে । তাদের উৎপাদিত পন্য সমূহ মার্কেটিংয়ের জন্য এসব সম্পদের  দেখাশোনা করবেন ডিপিও ফেডারেশন। বিষেশ করে গ্রামের হতদরীদ্র প্রতিবন্ধীদের এ সম্পদ প্রদান করা হচ্ছে।  হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রতিবন্ধীদের এইরূপ সহায়তা দান করায় প্রতিবন্ধীরা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে বলে মতবিনিময় সভায় আগত প্রতিবন্ধীরা সাংবাদিকদের অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *