দিদার টুটুল , সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ডে বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যােগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জান যায়, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই আমির উদ্দিনের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ,বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিনিধি দৈনিক ইত্তেফাক সীতাকুণ্ড প্রতিনিধি মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, স্হানীয় মেম্বার মোঃ সাহাবুদ্দীন,বার আউলিয়া কমিউনিটি পুলিশিং শাখার সভাপতি মোঃ সেলিম,বার আউলিয়া মাজারের খাদেম মাকসুদুল আলম, ৭নং বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিনসহ সকল পুলিশ অফিসার, সদস্য ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।সভা শেষে পুলিশিং র্য্যালি মহাসড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।