সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে বৃদ্ধসহ ৩ জনকে কুপিয়ে জখম বসতভিটা দখলের চেষ্টা

সীতাকুণ্ডে বৃদ্ধসহ ৩ জনকে কুপিয়ে জখম বসতভিটা দখলের চেষ্টা

সীতাকুণ্ড টাইমস,ডেস্কঃ
সীতাকুণ্ডে বসতভিটা দখলকে কেন্দ্র করে বৃদ্ধসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, মহানগর গ্রামের মীর লবির হোসেনের নেতৃত্বে ৪-৫ জনের একটি গ্রুপ জোরপূর্বক প্রতিবেশী বৃদ্ধ মীর মোশাররফ হোসেন ইলিয়াছের (৬০) বসতভিটা দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ ইলিয়াছ (৬০), তার স্ত্রী রোকসানা বেগম (৫০) ও ছেলে মো. আব্দুল্লাহ (২৪) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে বৃদ্ধ ইলিয়াছের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযুক্ত মীর লবির হোসেন বলেন, এখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। আমাদের সম্পত্তিতে বেড়া দেয়ার কাজ করার সময় ইলিয়াছের পরিবারের লোকজন এসে বাধা সৃষ্টি করে। মীর লবির হোসেন নগরীর দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকুরি করেন বলে জানান। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, এ ঘটনায় দুইপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *