সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে বেকারীতে পঁচা ডিমে মরা বাচ্চা ঃ সিলগালা করে দিল ভ্রাম্যমান আদালত

সীতাকুণ্ডে বেকারীতে পঁচা ডিমে মরা বাচ্চা ঃ সিলগালা করে দিল ভ্রাম্যমান আদালত

এম কে মনির,সীতাকুণ্ড টাইমস, ৭ নভেম্বর ঃ
সীতাকুণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারী সিলগালা করা হয়েছে। আজ বৃহস্পিতিবার দুপুর ১.৩০এ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এর যৌথ সহযোগীতায় সীতাকুণ্ড পৌরসভার সারেং পাড়ায় অবস্থিত এম বি ফুডস নামক প্রতিস্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় কারখানার ভিতরে প্রবেশ করলে দেখা যায় নোংরা, দুর্গন্ধময় পরিবেশে তৈরি হচ্ছে কেকে,পাউরুটি,বিস্কুট সহ বিভিন্ন রকমের খাবার।অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নামিদামি সব জন্মদিনের কেক।ফ্রিজে রাখা হয়েছে পঁচা ডিম।ডিমের ভিতর পাওয়া গেছে মরা বাচ্চা। এছাড়াও বাসি খামি ব্যবহার করা হচ্ছে কেক তৈরিতে।কেকের ভিতরে পাওয়া গেছে ডিমের খোসা।এম বি ফুডসের নেই কোন সরকারি লাইসেন্স। বিএসটিআই থেকেও কোন ধরণের অনুমোদন নেয়নি প্রতিস্ঠানটি।দীর্ঘদিন ধরেই ভেজাল,পঁচাবাসি খাবার বিক্রি করছে এমবি ফুসড।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সামসুল ইসলাম আজাদ।অভিযানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির উপস্থিতিতে কারখানাটি সিলগালা করা হয়।এ অভিযানে মালিক কতৃপক্ষের কাউকে গ্রেফতার করা যায়নি।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *