সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
সীতাকুণ্ড পৌরসদরে সারাদিন ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে ২/১টাকা করে যারা ভিক্ষা নিয়ে ব্যস্ত দিন শেষে তাদেরকে দাওয়াত দিয়ে ইফতারের আয়োজন করল সীতাকুণ্ডের স্বেচ্ছা সেবী সংগঠন আহার।
গতকাল সীতাকুণ্ড সিকিউর সিটির নিচতলায় শতাধিক অসহায় দুঃস্থ হত দরিদ্র লোকদের জন্য ইফতারের আয়োজন সম্পন্ন করেছে আহার। আহার এর প্রধান নির্বাহী সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি জানান আহার প্রতিমাসেই ভ্রাম্যমান অসহায় অভুক্ত মানুষের জন্য মেজবানের আয়োজন করে থাকে। এপ্রিল মাসে রমজান হওয়ায় এবার মেজবানের সাথে যোগ হয়েছে ইফতার । আমাদের ইফতারের আয়োজনে অনেক স্বেচ্ছাসেবীরা এই আয়োজনে স্বঃতস্ফুর্ত কাজ করেছে। এসময় ্উপস্থিত ছিলেন আহার এর চেয়াম্যান মোহাম্মদ আক্তার হোসেন মামুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল,ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, আবুল হোসেন, ইঞ্জিনিয়ার দিদারুল আলম, সাংবাদিক জহিরুল ইসলাম,নাছির উদ্দিন অনিক, নজরুল ইসলাম,নির্দেশ বড়ুয়া, হাকিম মোল্লা ও মুসলেহ উদ্দিন।