সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে শিক্ষক সমাবেশে আনোয়ার সিদ্দিক চৌধুরী ঃ
জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম
শিক্ষকরা হল জাতীর কারিগর। একটি শিক্ষানীতি চালু করে নতুন প্রজন্মকে নীতিনৈতিকতা ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। গতকাল আদর্শ শিক্ষক ফেডারেশন সীতাকুণ্ড শাখা আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আইআইইউসির সিনেট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার সিদ্দিক চৌধুরী উপরোক্ত কথা বলেন।
সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাষ্টার আইয়ুব আলীর সঞ্চালনায় এতে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ নুরুল কবির, মাষ্টার ইকবাল হোসেন, মাষ্টার কাজি নজরুল ইসলাম,মাষ্টার মোঃ তাহের ও খাইরুদ্দিন সোহেল প্রমূখ।