সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে শুকর ধরার ফাঁদে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ডে শুকর ধরার ফাঁদে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ

সীতাকুণ্ড পন্থিছিলা এলাকায়
শুকর ধরার পাতানো ফাঁদে আটকা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো: নুর উদ্দিন (৪০)। সে উপজেলার পন্থিছিলা কাদের ভূঁঞাপাড়ার নুর ইসলামের পুত্র। গতকাল বুধবার রাত ১১টার সময় পন্থিছিলা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নুর উদ্দীন পাহাড়ে জুম চাষ করতেন। প্রতিদিনের মতো গতকালও নিজের কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আসার পথে সে শুকর ধরার পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়েন। এসময় তার গোংরানির শব্দ শুনে স্থানীয় এক প্রতিবেশি কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে নুর উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এলাকাবাসীরা জানান, গত কয়েকমাস পূর্বে সুমন বড়ুয়া শুকর ধরার জন্য এ ফাঁদটি বসায়। সেখান থেকে সে নিয়মিত শুকর ধরত। স্থানীয় কৃষকরা এ ফাঁদটি সরানোর জন্য সুমন বড়ুয়াকে বার বার বলা হলেও সে তা আমলে নেয়নি। স্থানীয় কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন বলেন, সে শুকর ধরার ফাঁদে পড়েই নিহত হয়েছে। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ সুমন বণিক বলেন,এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, ফাঁদ বসিয়ে এভাবে বন্যপ্রাণী ধরা অপরাধ। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *