সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন নিহত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
মেয়েকে মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরা হলো না জামায়াত নেতা
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এর।
জানা যায়, আনোয়ার প্রতি দিনের মতো আজও তার সন্তানদের সীতাকুণ্ড পৌর সদরের একটি নুরানী মাদরাসার ক্লাসে দিয়ে মোটরসাইকেলে নিজে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি পন্থিছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের সাথে ধাক্বা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। নিহত আনোয়ার হোসেন বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ধর্মপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসহাকের প্রথম পুত্র এবং বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি ছিলেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সীতাকুণ্ডে শোকের মাতম তৈরি হয়।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর প্রমুখ। জামায়াত নেতৃবৃন্দ মরহুমে রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *