সীতাকুণ্ড প্রতিনিধি: ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করতে যাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪টি মাছ ধরা বোটসহ ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (৪জুলাই) বিকালে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা, বাঁশবাড়ীয়া এলাকায় সাগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা পরিচালনা করা হয়। অভিযানে আইন অমান্য করে মাছ শিকারের সময় ৯জন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- নন্দলাল জলদাশ (৪৫), বিজয় জলদাশ(৪০), দীপন জলদাশ(১৮), রাখাল জলদাশ(৪২), শেফাল জলদাশ (২৭), নিশান জলদাশ (১৮), সুজিত জলদাশ (১৮), জনি জলদাশ (২৫) এবং রুপচাঁন জলদাশ(৩৫)। তাদের কাছ থেকে ১৫ কেজি ইলিশ মাছ, ৪টি ফাইবার বোর্ট, ১টি জাল জব্দ করা হয়। এসময় আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ ৪ হাজার ৮শত টাকায় নিলামে বিক্রি করা হয়।