সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত ঃ আমীর মিজানুর রহমান, সেক্রেটারি তাহের

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত ঃ আমীর মিজানুর রহমান, সেক্রেটারি তাহের

সীতাকুণ্ড(চট্টগ্রাম)সংবাদদাতা ঃ সীতাকুণ্ড উপজেলা আমীর হিসাবে মাওলানা মিজানুর রহমান শপথ গ্রহণের পর উপজেলা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। নির্বাচনে উপজলের তিন শতাধিক রুকনরা তাদের ভোট প্রদান করেন।
সীতাকুণ্ড উপজেলার জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনের জন্য নায়েবে আমীর হিসেবে রাশেদুজ্জামান মজুমদার ও সেক্রেটারি হিসেবে মু. তাহের , এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে মু কুতুবউদ্দিন শিবলী ও এড.আশরাফুর রহমান কে মনোনীত করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে গতকাল ২০২৫-২৬ সেশন এর জন্য দায়িত্বশীলদের শপথ পড়ান।
স্থানীয় একটা কমিউনিটি মিলনায়তনে নতুন শূরা বৈঠকে গতকাল নতুন শূরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জাব্বার, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম, জেলা ওলামা বিভাগের মাওলানা মহিউদ্দিন। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শূরা সদস্যর হল -১. মোঃ কুতুবউদ্দিন শিবলী ২. মোঃ তাহের ৩. আবু হাফস মোহাম্মদ নকীব ৪. এডভোকেট আশরাফুর রহমান ৫. রাশেদুজ্জামান মজুমদার ৬. কাজী নজরুল ইসলাম ৭. আহসাব হাবীব হিরু ৮. হাফেজ আলী আকবর ৯. শামসুল হুদা ১০. আবুল হোসাইন ১১. মাওলানা নুরুল কবির ১২. মিজবাহুল আলম রাশেল ১৩. জাহাঙ্গীর সাদেক।
উপজেলা আমীর নির্বাচিত শূরা ও কর্মপরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও দুই জন কে শূরা সদস্য হিসেবে মনোনয়ন দেন। ১. ভাটিয়ারী ইউনিয়ন আমীর মু মোশাররফ হোসেন মৃধা ও ২. সৈয়দ পুর ইউনিয়ন আমীর ইন্জিনিয়ার আব্দুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *