সবুজ শর্মা শাকিল,সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ড কুমিরায় কারখানার ভেতরে গাড়ি চাপায় মোঃ মোস্তফা কামাল(৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার কুমিরার এলাকায় রড তৈরীর প্রতিষ্ঠান কেএসআরএম কারখানার ভেতরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বি-বাড়ীয়া থানার সোনারাম এলাকার মতলব মিয়ার পুত্র ও কেএসআরএম কারখানার কর্মরত শ্রমিক।
জানা যায়,বিকালে কারখানার ভিতরে কাজ করার সময় অসাবধানতাবশত একটি রডবাহী গাড়ির নিচে চাপা পড়েন শ্রমিক কামাল। এসময় কারখানার শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার তার মৃত্যু হয়।