সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ডে এলাকাবাসীর সচেতনতায় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে। এসময় অপহৃত যুবককে উদ্ধারের পাশাপাশি ২অপহরণকারীকে পুলিশে সপোর্দ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিরা পিএইচপি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় নোয়াখালী লক্ষীপুর এলাকার মো আরিফ (২৫)কে আজ চট্টগ্রাম নিমতলা এলাকা থেকেঅপহরণ করে কুমিরা পিএইচপি গেট সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে আটকে রাখে।
আজ বিকালে আরিফ জানালা দিয়ে এক পথচারীকে তার অপহরণের কথা জানালে স্থানীয়রা সন্ধ্যায় ঐ বাড়ি থেকে তাকে উদ্ধার করে এবং ২ অপহরণকারী সন্দেহে ধরে বেঁধে রাখে। ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরী জানার পর সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ এসে আটককৃতদের থানায় নিয়ে যায়।