কামরুল ইসলাম দুলু,১ এপ্রিল(সীতাকুন্ড টাইমস)- সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক,সীতাকুন্ড টাইমস এর সম্পাদক ও সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এবং সালেহা শেলী’র পুত্র মোঃ যুবায়ের আরহাম এর আজ ৩য় জন্ম বার্ষিকী। যুবায়ের আরহাম এর জন্য দোয়া চেয়েছে বাবা, মা, দাদা, দাদী,চাচা ও ফুফীরা।
বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম এর পুত্র যুবায়ের আরহাম ৪র্থ বছরে পদার্পন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক, সাবেক সভাপতি যথাক্রমে আফম বোরহান,সৈয়দ ফোরকান আবু আতাহার সিদ্দিক খসরু,এম হেদায়েতসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
আরও শুভেচ্ছা জানিয়েছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংবাদিক লিটন কুমার চৌধুরী,নাছির উদ্দিন অনিক,সবুজ শর্মা শাকিল,ইব্রাহিম খলিল, সাইফুল মাহমুদ,কামরুল ইসলাম দুলু, মীর মামুন প্রমুখ।
শুভেচ্ছা জানিয়েছেন সীতাকুন্ড পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি আলহাজ্ব সেকান্দর হোসাইন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সচিব খায়রুল ইসলাম প্রমুখ।