সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানা পুলিশ পৃথক ০২টি ঘটনায় ১০০ লিটার দেশীই তৈরী চোলাই মদ ও ১০০০ গ্রাম গাঁজা সহ মোট ০৫ জন ব্যাক্তিকে আটক করেছে সীতাকুণ্ড
থানা সূত্রে জানা যায়এসআই ফখরুল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন ২নং বারৈয়াঢালা ইউপিস্থ দক্ষিণ টেরিয়াইল বাদাম গাছতল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের্^ পাকা রাস্তার উপর হইতে একটি নম্বরবিহীন সবুজ সিএনজি থেকে মদ গাঁজাসহ ৫ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাজ থেকে ১০০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এই ব্যাপারে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-১২ তাং-১২/০৫/২৪ ইং ধারা- ২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১৯(ক)/৩৮/৪১ রুজু করা হয়েছে।
মামলার আসামীরা হল ১। মোঃ নুর হামি(৩৫) সিএনজি ড্রইভার, পিতা-কামাল উদ্দিন, মাতা-সেলিনা আক্তার, সাং-ক্ষিন মাহমুদাবা(আলাউদ্দিন চৌধুরীর বাড়ী), ওয়ার্ড নং-০৮, ২। মোঃ বাবলু(২৮), পিতা-আব্দুল ওহাব, মাতা-নুর জাহান বেগম, সাং-মিজি পাড়া, বাড়বকুন্ড (চাঁন মিয়া চৌকিদারের বাড়ী), ওয়ার্ড নং-০৬, ০৩। মোঃ বাবলু প্রকাশ বাপ্পী(২৩), পিতা-শাহ আলম, মাতা-রশিদা বেগম, সাং-উত্তর ঘোড়ামারা (আজগর আলী বলির বাড়ী), ওয়ার্ড নং-০১, সর্বথানা-থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদের হেফাজত
এছাড়াও অপর একটি ঘটনায় অত্র থানার এসআই শেখ খালিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দিবাকালীন টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড মডেল থানাধীন ০২নং বারৈয়াঢালা ইউপিস্থ টেরিয়াল বাদাম গাছতল রোড সংলগ্ন রেল লাইনের পশ্চিম পাশে মাটির(কাঁচা) রাস্তার উপর হইতে আসামী ১। ০১। মাহাবুল হক ঝন্টু(৪৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন, মাতা- মৃত রাবিয়া খাতুন, ২। জহিরুল ইসলাম(৫৫), পিতা- মৃত নুরুল হক, মাতা- মৃত সুফিয়া খাতুন, উভয় সাং- ক্ষিণ পেদায়নগর, ফকির বাড়ী, উভয় থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করিয়া আসামীদের হেফাজত হইতে ১০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন। এই সংক্রান্তে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-১১ তাং-১১/০৫/২৪ ইং ধারা- ২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।