সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
ফিতা কেটে সীতাকুণ্ড প্রেসক্লাব ভবনের নীচতলা অফিসের উদ্বোধন করা হয়েছে আজ। উদ্বোধন করেন সীতাকুণ্ড চট্টগ্রাম- ৪ আসেন এমপি আলহাজ্ব এস এম আল মামুন।
আজ ৩১ জুলাই বিকাল ৫টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অফিস উদ্বোধন অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আরিফুল আলম চৌধুরী রাজুকে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলাউদ্দিন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন পিপিএম,বারউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ,কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম ।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনে উদ্বোধ ও সংবার্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ডে প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ ফোরকান আবু,এম হেদায়েত ও সেকান্দর হোসাইন। সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সীতাকুণ্ড টাইমস এর প্রকাশক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সাংবাদিক জহিরুল ইসলাম,খায়রুল ইসলাম,নজরুল ইসলাম,নাছির উদ্দিন অনিক আব্দুল্লাহ আল ফারুক,নির্দেশ বড়ুয়া,জাহেদ চৌধুরী প্রমুখ।