সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলন একি সতো গাঁথা। আজ ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারী না হলে আজ ডিজিটাল বাংলাদেশ হতো না। সীতাকুণ্ড প্রেসক্লাব আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ উপরোক্ত আলোচনা রাখেন।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও লিটন চৌধুরীর সঞ্চালনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলে ভাটিয়ারী ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দীন। বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত,সাবেক সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম,সাংবাদিক খায়রুল ইসলাম,নির্দ্দেশ বড়ুয়া,কৃষ্ণ চন্দ্র দাস,জাহেদুল আনোয়ার চৌধুরী, আবুল খায়ের,জাহাঙ্গীর আলম,হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেল, বাবলা মিয়া,আশোক দাশ।
