প্রেস বিজ্ঞপ্তি,সীতাকুণ্ড টাইমসঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফের সংস্কারক, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ মোঃ নুরুল ইসলাম বোখারীর স্ত্রী, বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোঃ শাহে এমরান বোখারী ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এস,এম,ফোরকান আবু’ র মা সৈয়দা জারিয়া বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী শনিবার ৬ জুলাই ।
এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হযরত পীর বার আউলিয়া (রহঃ) দরগাহ শরীফ কবরস্থানে কবর জেয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত।
উল্লেখ্য মরহুমা সৈয়দা জারিয়া বেগম ৬ জুলাই ২০২২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সাংবাদিক এস,এম,ফোরকান আবু, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।