সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড প্রেসক্লাব এর নির্বাচন জমে উঠেছে। আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকরা প্রতিদিন সকাল সন্ধ্যা আড্ডায় মুখরিত করছে। শুধু সাংবাদিক নয় বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী,পেশাজীবি সংগঠকরাও উৎসবে মেতে উঠেছে।
তবে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় দৈনিক জাতীয় অর্থনীতির যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম সহ সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সাংবাদিক মোঃ নজরুল ইসলাম সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নাছির উদ্দীন জানান সীতাকুণ্ড প্রেস ক্লাব এর দ্বি-নির্বাচন ২০২৪ এ যারা মনোনয়ন ফরম দাখিল করেছে।
সভাপতি পদে-এসএম ফোরকান আবু (দৈনিক যুগান্তর) ও মোঃ জহিরুল ইসলাম(দৈনিক আমার সংবাদ) সহ-সভাপতি পদে-মোঃ খায়রুল ইসলাম( দৈনিক জাতীয় অর্থনীতি,)সাধারণ সম্পাদক পদে-আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী(আমাদের সময়),মো: জাহাঙ্গীর আলম বি এস সি, (দৈনিক সংগ্রাম) মীর মোঃ দিদারুল হোসেন টুটুল (ইত্তেফাক) ও মোঃ জাহেদুল আনোয়ার চৌধুরী(পূর্বদেশ)। সহ-সাধারণ সম্পাদক পদে -মো: নজরুল ইসলাম(নয়া দগন্ত) সাংগঠনিক সম্পাদক পদে-আব্দুল্লাহ আল ফারুক(মানবজমিন) মো: জাহাঙ্গীর আলম (দিনকাল) ও কামরুল ইসলাম দুলু (সি প্লাস)অর্থ সম্পাদক পদে সবুজ শর্মা শাকিল(আজকের পত্রিকা), ও সাইদুল হক (মানব কন্ঠ)। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সালাউদ্দিন ( যায়যায়দিন) ও হাকিম মোল্লা (খোলা কাগজ)অফিস, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রুবেল (দেশরুপান্তর) ও মো: আবুল খায়ের(খবরিকা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মীর মামুন, এসএম ইকবাল হোসাইন(কালবেলা) ও সঞ্জয় চৌধুরী।
দেশের প্রথম সারির পত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে কর্মরত মূলধারার সাংবাদিকদের প্রচেষ্টায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় সীতাকুণ্ড প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।।