সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুন্ডে আগামীকাল শুক্রবার হাজারো শিক্ষকের মিলন মেলা হবে আলোড়ন সৃষ্টিকারী বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। এ মিলন মেলাকে ঘিরে গত একমাস ধরে নানা আয়োজন মেতে উঠেছেন উপজেলা শিক্ষক সমিতি। ইতিমধ্যে দাওয়াতী কার্যক্রম শেষে চলছে দুপুরের খাবারের নানা প্রস্তুতি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য ও শিক্ষক কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গিঁর আলম ভূইয়া জানান,‘ সীতাকুণ্ডে অবস্থিত ৯৮ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮’শ শিক্ষকের মিলন মেলা হবে সমুদ্র পাড়ে। এছাড়া আয়োজনের সুন্দর্য বৃদ্ধিতে মিলন মেলায় থাকবে সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ থাকবেন কর্মরত সাংবাদিকরা।
তারা আরো জানান, সকাল ১০টায় বাঁশবাড়িয়া প্রাইথমিক বিদ্যালয়ে সমবেত হয়ে সামগ্রী বিতরন ও নাস্তা গ্রহনের পর রওনা হবে বিচ’র উদ্দিশ্যে। দুপুর খাবারের পাশাপাশী আয়োজনে থাকবে খেলাধুলা, পুরস্কার বিতরন, গান,নাচ ও আবৃত্তির অনুষ্ঠান। এরপর বিকালের সূর্যাস্ত দেখে সকলে ফিরবেন নিজ গন্তব্যে।