কামরুল ইসলাম দুলু,২৮মার্চ(সীতাকুণ্ড টাইমস)- সীতাকুণ্ড বারউলিয়ায় এক শিপইয়ার্ডের এক শ্রমিক লরির ধাক্কায় নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার ভাই। স্থানীয় সূত্রে জানাযায় আজ সকালে বারআউলিয়াস্থ কবির শিপইয়ার্ডের গেইটে চট্টগ্রাম থেকে আসা একটি লরি (ঢাকা-চট্টগ্রাম দ-৮১০৩১৫) ভিতরে ঢুকার সময় ঐ শিপইয়ার্ডের ২জন শ্রমিককে চাপা দেয়। এসময় সুমন(২৮) নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। অপর শ্রমিক সুমন এর ভাই দেলোয়ার আহত হয়। নিহত সমুনের বাড়ি কুমিল্লা হলেও তারা দীর্ঘদিন বার আউলিয়ার গামারীতলে বসবাস করে আসছে। । খবর পেয়ে বারআউলিয়ার পুলিশ ফাঁড়ির এসআই মোতাহের ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
এদিকে শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয়রা মহাসড়কে মিছিল মিটিং করছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। িইয়ার্ড থেকে আনসাররা গুলি বর্ষনের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানায় আনসারের গুলিতে ২এলাকাবাসী আহত হয়েছে।
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুণ্ড বার আউলিয়ায় লরির ধাক্কায় শ্রমিক নিহতঃ গ্রামবাসীর সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ২