সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড বাসীর বহুল প্রত্যাশিত বাস সার্ভিস চালু

সীতাকুণ্ড বাসীর বহুল প্রত্যাশিত বাস সার্ভিস চালু

এম কে মনির,সীতাকুণ্ড টাইমস,১২নভেম্বরঃ

সীতাকুন্ডে বড় দারোগারহাট থেকে চট্রগ্রামের নিমতলা পর্যন্ত বাস সার্ভিস চালু হয়েছে। আজ ১২/১০/২০১৯ সকাল ১০টায় সিটিগেট এলাজা থেকে এ বাস সার্ভিসের শুভ উদ্ভোধন করেন চট্রগ্রাম ৪আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।এসময় এমপি নিজে গাড়ি চালিয়ে উদ্ভোধন ঘোষণা করেন।এখন থেকে বড়দারোগারহাট টু নিমতলা “সীতাকুণ্ড’র চাকা “নামক মোট ১০ টি বাস চলাচল করবে।ফলে জনসাধারণ নিবিঘ্নে শহরে যাতায়াত করতে পারবে।এদিকে সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।সোসাল মিডিয়ায়ও এই জনকল্যাণকর কাজটি সীতাকুণ্ডের জনগণের বেশ সুনাম কুড়িয়েছেন।মূলত সীতাকুণ্ডের জনগণ দীর্ঘদিন ধরে পরিবহণ সমস্যায় ভুগছিলো।অতিরিক্ত ভাড়া আদায়,জ্যাম,দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত,পথে বারবার থামা,কন্ট্রাক্টটরের দু:ব্যবহারসহ নানাবিধ ভুগান্তি পোহাতে হতো সীতাকুণ্ড উপজেলার জনগণকে।সীতাকুণ্ড ‘র চাকা চালুর মাধ্যমে সব ভুগান্তির অবসান হয়েছে বলে মনে করছেন সীতাকুণ্ডের নানা শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *