সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড মুরাদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা আকবর মেম্বার গ্রেফতার

সীতাকুণ্ড মুরাদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা আকবর মেম্বার গ্রেফতার

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের আকবর হোসেন (৫৪) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপি নেতা ইসহাক কাদের ( লায়ন আমলাম চৌধুরীর বড় ভাই) তার নিজ বাড়িতে হামলা ও বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নম্বর-০৬, যা গত ৭ অক্টোবর ২০২৪ইং পারিবারিক গাড়ি চালক মেহেদী হাসান তারেক নামে এক যুবক বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

আকবর হোসেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত ইমান শরীফের ছেলে।

ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির (এএসআই) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লতিফপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। পরে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্যকে বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরীর বাড়িতে হামলা ও। বিস্ফোরক একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *