সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

এম কে মনির, সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর এক যুগপূর্তি অনুষ্ঠান ১৪ নভেম্বর নগরীর দ্যা কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। তিনি যুগপূর্তি অনুষ্ঠানে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম¥দ ফরিদ,বিশিষ্ট শিল্পপতি মাষ্টার কাসেম,ইফসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.ফসিউল আলম,সংবর্ধনা, পদক প্রদানসহ বর্নাঢ্য অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ আবেদীন আল মামুন।
স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবুল মুনছুর ভূইয়া, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, সাবেক সা.সম্পাদক অধ্যাপক একে এম তফাজ্জল হক,সাবেক সভাপতি ও অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সীতাকু- সমিতি-চট্টগ্রাম পদক – ২০১৯ ইং যারা পেয়েছেন প্রফেসর ড.খায়রুল বশর, রশিদ আল ফারুক,চ.বি (শিক্ষা ও সাহিত্য) (মরণোত্তর), প্রফেসর সৈয়দ শামসুজ্জোহা চ.বি (শিক্ষা)(মরণোত্তর), প্রফেসর শামসুল ইসলাম নিজামী.ঢা.বি (শিক্ষা মরণোত্তর) আব্দুল খালেক (মরণোত্তর) সাবেক প্রধান শিক্ষক, নূরুল আলম (মরণোত্তর), জিয়াউল ইসলাম চৌধুরী (সুরুজমিয়া), সমাজসেবা (মরণোত্রর), বীর মুক্তিযোদ্ধা মো.রহমত উল্লাহ চেয়ারম্যান (মরণোত্তর) সমাজসেবা, চৌধুরী মো.শাহেনশাহ শাহজাহান (মরণোত্তর সমাজ সেবা), প্রফেসর ড. মাহমুদুল হক, চ.বি (শিক্ষা), নজির আহমদ (শিক্ষা), প্রফেসর ড.সৈয়দ গোলাম ফারুক (শিক্ষা ও প্রশাসন) মহাপরিচালক. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, অধ্যাপক সুনীল বন্ধু নাথ (শিক্ষ), প্রফেসর ড.সাজেদা বেগম নাতাশা,জা.বি (শিক্ষাও পাখি বিশেষজ্ঞ), আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর (শিল্প ও সমাজসেবা), মুহাম্মদ মুুসলিম, এডিশনাল ডিআইজি( ট্যুরিস্ট পুলিশ), ফারুক মঈনউদ্দীন আহমেদ (ব্যাংকিং), বেগম সুরাইয়া আক্তার (শিক্ষা), মেজর (অব,) এম শামসুল আমিন (মুক্তিযুদ্ধ), ডা.রোকেয়া বেগম (চিকিৎসা), নেজাম উদ্দিন (শিল্প ও সমাজসেবা), ইপসা-সমাজ উন্নয়ন সংগঠন। অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *