সীতাকুণ্ড টাইমস ঃ
সীতাকুণ্ডে পৌরসভা সদরে অবস্থিত অত্যাধুনিক শপিংমল *সিকিউর সিটি স্বপ্ন পূরণ উৎসব* (১৯ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং) আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ সিকিউরসিটি মিলিনয়াতনে অনুষ্টিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সিকিউর সিটি প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান মোঃ মোরশেদুল আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মামুন, কোম্পানীর জিএম আলাউদ্দিন সুমনসহ সীতকাুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অত্যাধুনিক এ শপিং মলে ক্রেতাদের জন্য থাকছে আধুনিক সুযোগ সম্বলিত সকল ধরনের জিনিস পত্রের কেনাকাটার সুযোগ সুবিধা, দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের শোরুম, এছাড়া বাচ্চাদের জন্য চালু থাকবে গেম জোন, থাকবে ফুট জোন, রয়েছে হেলিপ্যাডের ব্যবস্থা।
চলন্ত সিঁড়ি ও লিফটসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সম্পূর্ণ সাফ কবলায় রেডি দোকান ও শো-রুম স্পেস বুকিং চলছে।
সিকিউরসিটিতে থাকছে —–
Basement Floor কার পার্কিং
Ground Floor Down ইলেকট্রনিক্স আইটেম (টিভি, ফ্রিজ, এসি, ওয়ানিং মেশিন,
মাইক্রোওভেন, হোম এপ্লায়েন্স এবং আনুষঙ্গিক) ক্রোকারিজ ও গিফট আইটেম।
• Ground Floor Up ব্র্যান্ড শপ, ব্যাংক, বীমা, এবং ফাইন্যান্সিয়াল ইনষ্টিটিউট।
• 1st Floor লেডিস আইটেম (শাড়ি, থ্রিপিছ ও রেডিমেইড গার্মেন্টস।
• 2nd Floor কসমেটিকস, জুয়েলারি, কিডস আইটেম ও লেদার গুডস (জুতা, স্যান্ডেল, ব্যাগ ও লাগেজ)।
• 3rd Floor সকল প্রকার জেন্টস আইটেম ও টেইলারিং শপ।
• 4th Floor কম্পিউটার শপ, মোবাইল শপ ও মোবাইল এক্সেসরিজ ।
• 5th Floor ফুডকোর্ট, মিনি চাইনিজ, গেমস্ জোন, অডিটরিয়াম ও মসজিদ।
সু্যোগ – সুবিধা
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত
• সার্বক্ষনিক স্কেলেটর
• ক্যাপসুল লিফট
• জেনারেল লিফট
• গাড়ী পার্কিং এর সু-ব্যবস্থা
• হেলিপ্যাড
• অগ্নিনির্বাপক ব্যবস্থা
*২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস
• সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা
• সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক নিরাপত্তা পর্যবেক্ষন
• মহিলা ও পুরুষদের জন্য আলাদা নামাজের সু-ব্যবস্থা
• মহিলা ও পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা
• ATM ফ্রি ওয়াই ফাই
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সম্পূর্ণ সাফ কবলায় রেডি দোকান ও শো-রুম স্পেস বুকিং চলছে।