সাইফুল মাহমুদ,১২ফেব্রুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে আবারও অজ্ঞাত লাশের মিছিলে সামিল হল ৪০বছরের আর এক যুবক। বুধবার সন্ধ্যায় ফৌজদারহাট টোল রোড সংলগ্ন বেড়িবাধ ঘেষে একটি রক্তাক্ত তরতাজা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফৌজদারহাট ফাঁড়ির এসআই কামাল ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশটি রক্তাক্ত ছিল বলে স্থানীয়রা জানায়। ধারনা করা হচ্ছে যুবকটিকে হত্যা করে বেড়িবাঁধের নিচে ফেলে দেয়। এমাসেই সমুদ্র উপকুল ও মহাসড়কের পাশে মোট মহিলাসহ ৪টি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। সন্ত্রাসীরা সীতাকুন্ডকে বেচে নিয়েছে হত্যার পর নিরাপদে লাশ ফেলার স্থান হিসেবে।