নিজস্ব প্রতিবেদক, ৯ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)-আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এবার সীতাকুন্ডে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী রয়েছে ৩৪৮৯জন। স্কুলের ৪টি এবং মাদ্রাসার একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সীতাকুন্ড হাইস্কুল কেন্দ্রে ১০৩৫জন,বালিকা স্কুল কেন্দ্রে ৭৮২জন, মছজিদ্দা হাইস্কুল কেন্দ্রে ৬৫১জন,ফৌজদারহাট উচ্চ বিদ্যালয়ে ৫৫৪জন পরীক্ষার্থী রয়েছে। দাখিল পরীক্ষার্থীর জন্য একটি মাত্র কেন্দ্র সীতাকুন্ড কামিল মাদ্রাসায় এবার পরীক্ষার্থী রয়েছে ৪৬৭জন। ১ম দিনের পরীক্ষায় সর্বমোট ৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। এদিকে পরীক্ষার প্রথম দিনেই সীতাকুন্ড বালিকা স্কুল কেন্দ্রে কয়েকটি কক্ষে ছাত্রছাত্রীরা ১৫/২০মিনিট বিলম্বে পায় প্রশ্ন। কিন্তু পরীক্ষার শেষে কোন সময় বাড়িয়ে না দেওয়ায় অনেক পরীক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে অভিযোগ করেছে অভিভাবকরা। পরীক্ষা শেষে ছাত্রছঅত্রীরা কলেজ রোড ও ডিটিরোডে বিক্ষোভ করেছে। তারা সাংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানিয়েছে। এবারের পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশী । মোট ৩৪৮৯জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬৫১জন আর ছাত্রী রয়েছে ১৮৩৮জন।
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৩৪৮৯জনঃ প্রথম দিনেই প্রশ্ন বিলম্বে দেওয়ায় পরীক্ষার্থীদের বিক্ষোভ