BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রথম পাতা / সীতাকুন্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধান্জলী

সীতাকুন্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধান্জলী

ইউসুফ খান,সীতাকুণ্ড টাইমসঃ
মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষার বীর শহীদ রফিক সালাম জব্বার বরকত ও শফিকসহ অগনিত ছাত্র জনতার প্রতি সারাদেশের মত সীতাকুন্ডেও শ্রদ্ধান্জলী নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমুহের নেতাকর্মীগণ। আজ ২১-০২-২০২০ খৃস্টাব্দে সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে ব্যাপক নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধান্জলী জ্ঞাপন করে। এ সময় শহীদ বেদীতে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরেন। এর পরপরই বাংলাদেশ কৃষকলীগ সীতাকুন্ড উপজেলা শাখার আহ্বায়ক ইন্জিঃ মোঃ আজিজুল হক, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন ও বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এস এম আল মামুন কৃষকনেতাদের সহিত শ্রদ্ধ্যাঙ্গ নিবেদন করে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুনীল বন্ধু নাথ, সংগঠনটির উপজেলা সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল একটি মৌন মিছিল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও কৃষক লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ও শ্রদ্ধান্জলী জ্ঞাপন করে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে শহীদ মন্ঞ্চে শহীদদের প্রতি শ্রদ্ধাসহ স্মৃতিচারন করে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন। শপথ বাক্য পাঠ করান সীতাকুন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল ইউনিট সৈয়দপুর রেজাউল করিম, বারৈয়াঢালা এস এম করিম ভাসানী, পৌরসভা শিপলু দাশ – জামাল উদ্দী, মুরাদপুর নোয়ামিয়া সাজ্জাদ, সাহাবুদ্দীন আজাদ বাড়বকুন্ড, রবিউল চৌধুরী – রফিকুল ইসলাম ও শিপন চৌধুরী বাঁশবাড়ীয়া, আজিম উদ্দীন আরজু কুমিরা, সোনািছড়ি সালাহউদ্দীন- মোরশেদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্হিতি ছিল। এছাড়া নারী নেতৃত্বের মধ্যে ছিল আলেয়া বেগম, কামরুন্নাহার নীলু, বন্দনা রানী দেবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *