কামরুল ইসলাম দুলু,
২০ এপ্রিল(সীতাকুন্ড টাইমস ডটকম) ঃ
সীতাকুন্ডে হাফিজ জুট মিল এলাকায় বাসায় এক গৃহবধূকে খুন করে পাযান্ড কথিত স্বামী পালিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। গৃহবধুর খুনের ঘটনাটি ছবি সহ জাতীয় পত্রিকায় প্রকাশ হওয়ার পর ঢাকা দোহার থেকে সীতাকুন্ডে ছুটে আসে গৃহবধুর পিতা । স্থানীয় কামরুল ইসলাম দুলু জানায় ১২ মার্চ নিহত গৃহবধুর পিতা এসে থ্রী পিচ ও কাপড় দেখে তার মেয়েকে চিনতে পারে। তার পিতা আলী আহমদ জানায় মেয়ের নাম লিজা আক্তার (২১) । তাদের বাড়ী দক্ষিণ সিমুলিয়া,থানা- দোহার,ঢাকা। সূত্রে আরও জানাযায় ৬ বছর পূর্বে লিজা আক্তারকে একই এলাকার ইতালী প্রবাসী লিটন এর সাথে বিয়ে হয়। বিয়ের পর লিটন এখনও দেশে ফিরেনি। এ সংসারে লিজার একটি ৫ বছরের ছেলে রয়েছে। গত ২২ ফেব্রুয়ারী দোহার থানার সোনাপাড়া গ্রামের মান্নান বেপারীর ছেলে সন্ত্রাসী ছেলে বিপ্লব পরকীয়া প্রেম করে সুন্দরী বধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে সীতাকুন্ডে পালিয়ে আসে।আসার সময় সাড়ে ৩ ভড়ি স্বর্ণসহ নগদ টাকা নিয়ে আসে স্বাামীর ঘর থেকে। নিহতের বাবা জানায় বিপ্লবের বিরুদ্ধে দোহার থানায় একটি ডায়েরী করেছে। ডায়েরী নং ৮৯৩। তারা আরও জানায় সন্ত্রাসী বিপ্লবের বিরুদ্ধে একই থানায় কয়েকটি হত্যামামলা রয়েছে।
সীতাকুন্ডে এসে বিপ্লব ছদ্দ নামে নিজেকে শিপইয়ার্ডে চাকুরী করে বলে পরিচয় দিয়ে হাফিজ জুট মিলস এলাকায় সোলেয়মানের বাসায় উঠে। গত ৮ মার্চ পুলিশ বাসা থেকে লিজার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। উল্লেখ্য যে লাশটি আনজুমান কর্তৃপক্ষ কোন মালিক না পাওয়ায় দাফন করে ফেলেছে বলে পারিবারিক সূত্রে জানাযায়। সীতাকুন্ড মডেল থানার ওসি জানায় মামলা তদন্ত করে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়।