খুরশেদ আলম,৬ ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে পৌর আওয়ামীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার বেলা সাড়ে ১১টায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এজেএম হোসেন ভূঁইয় লিটনের নেতৃত্বে সীতাকুন্ড সদর বাজারে মিছিল শেষে কলেজ রোড মোড়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান চেয়ারম্যান, পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাদ্দৌলা ছুট্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, সীতাকু- পৌর ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহেল, পৌর যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, যুবলীগ নেতা মোঃ সালাউদ্দিন, মোঃ সম্রাট, নুরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোঃ মামুনসহ আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই স্বাধীন দেশের পাকিস্তানের দোসর বিএনপি জামাাতের সকল নৈরাজ্য আ.লীগ ও এর সংগঠন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।