সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল জরায়ু ক্যান্সার পরীক্ষা কার্যাক্রম

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল জরায়ু ক্যান্সার পরীক্ষা কার্যাক্রম

সীতাকুন্ড টাইমস ডেস্কঃ

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভ উদ্ভোধনের মাধ্যমে চালু করা হয় জরায়ু ক্যান্সার পরীক্ষার কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে শুভ উদ্ভোধন হয় পরীক্ষা কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চত্বরে র‌্যালী শেষে হল রুমে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কনসালটেন্ট ডা. নারগীস সুলতানা, সাংবাদিক নাছির উদ্দিন শিবলু ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে জরায়ু ক্যান্সরের আনষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, জরায়ু ক্যান্সার একটি মরনব্যাধী রোগ। বাংলদেশের অধিকাংশ নারীরা এই ঘাতক ব্যাধীর ঝুকিতে রয়েছে। তাই জরায়ু ক্যান্সার পরীক্ষাটা প্রতিটি নারীর জন্য জরুরী। আর এই পরীক্ষাটা সহজলভ্য করে তুলতে সরকারীভাবে পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *