কাইয়ুম চৌধুরী,১১জানুয়ারী(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড সদরস্থ সীতাকুন্ড মহিলা কলেজের স্নাতক শ্রেণীর নবীন ছাত্রীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেনেন কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
আজ সোমবার সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ জরিনা আখতার এর সভাপতিত্বে কলেজের প্রভাষক প্রবীর নন্দীরের পরিচালনায় বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, রিয়া রুবাইয়াত, তাহমিনা শাহেদা আক্তার, সিনিয়র প্রভাষক বনানী দত্ত, সুকদেব রুদ্র, সেলিনা বেগম, সেলিনা আক্তার, নাজলী শফিক, মোঃ শাহ জাহান, শামিমা নার্গিস, মোঃ ইমাম হোসাইন, মোঃ সিরাজ উদ্দিন, প্রভাষক মোঃ মোজাম্মেল হক, ইয়াসমীন হক, উজ্জল কান্তি দাশ, দেলোয়ারা বেগম, শাহনাজ খান, সাবিনা আক্তার, মোঃ সুমন, মোঃ আশেদ, আইরিন আক্তার সহকারী গ্রন্থাগারিক রুপনা মজুমদার, প্রদর্ষক বিজয় বানু চক্রবর্তী।
অধ্যক্ষ জরিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার আগ্রহ ও শিক্ষারমান ক্রমান্যয়েই বৃদ্ধি পাচ্ছে। সরকারও মেয়েদের শিক্ষার ব্যাপারে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি আরো বলেন, ছেলেরা বিয়ের পর লেখাপড়া জীবনের অবসান ঘটায় বেশীর ভাগ। কিন্তু মেয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর প্রমান স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়া অধিকাংশই বিবাহিত। তিনি এসব ছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।