সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ
শিশুদেরকে পড়া লেখার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক কার্যক্রমে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিভাবকরা শুধু সম্পদ বৃদ্ধি না করে নিজের ছেলে মেয়েকে সম্পদে রুপান্তরিত করতে হেব। আমরা চাই আগামী প্রজন্ম হবে স্মার্ট ভদ্র,নম্র ও মেধাবী। তবে পড়া শুনার কোন বিকল্প নাই সফলতা অর্জনে। সীতাকুণ্ড পাবলিক স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সীতাকুণ্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার , উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ,স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজি খায়রুল ইসলাম, ভাটের খীল স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম ও ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন প্রমুখ ।
Home / উপজেলা সংবাদ / স্মার্ট জাতিগঠনে অভিভাবকদের এগিয়ে আসতে হবে- সীতাকুণ্ড পাবলিক স্কুলে পুরস্কার বিতরণী সভায় ইউএনও