সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা,৮ কোড প্রদানসহ ৯ দফা দাবি মাদ্রাসা শিক্ষকদের

ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা,৮ কোড প্রদানসহ ৯ দফা দাবি মাদ্রাসা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ড টাইমস ঃঃ

আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শনিবার (২৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বিএমজিটিএ’র অন্য দাবিগুলো হলো– মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা দেওয়া; আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৬ বছর পূর্ণ হলে সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া; সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিক্যাল ও বাড়ি ভাড়া দেওয়া; বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু; সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড দেওয়া; ইএফটি’র মাধ্যমে বেতন দেওয়া; প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ দেওয়া এবং মাদরাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

সংগঠনের মহাসচিব শান্তা ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন– স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে এম শামিম, মেহেদি হাসান সরকার ফিরোজ আলম, মো এলিন তালুকদার, মোহাম্মদ আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *