সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / করোনা গুজবে নয় সচেতনতাতে বাঁচবে প্রান – নির্দেশ বড়ুয়া

করোনা গুজবে নয় সচেতনতাতে বাঁচবে প্রান – নির্দেশ বড়ুয়া

সীতাকুণ্ড টাইমসঃ
করোনা গুজবে নয় সচেতনতাতে বাঁচবে প্রান – তালুকদার নির্দেশ বড়ুয়া
জগৎ জুড়ে চারদিকে অাজ ধোয়াসা অনেক, সহসা কেটে যেতেও পারে অাঁধার মেঘ। চারিদিকে অাজ সবার মাঝে শুধুই হাহাকার, জমছে পৃথিবীতে লাশের উপর লাশের পাহাড়। করোনা ভাইরাস চালাচ্ছে বিশ্বে সবাইতে ত্রাস, বাঁচতে মানুষ খাচ্ছে লতা পাতা ঘাস।
বাংলাদেশে মানছেনা কেউ সরকারী বিধি নিষেধ, ভাইরাস ছড়িয়ে ঘটাচ্ছে মৃত্যুতে প্রিয় বিচ্ছেদ। করোনার কার্যকর প্রতিষেধক এখনো অাসেনি বাজারে, প্রবাসীরা এদেশকে পরিণত করতে চাচ্ছে গণকবরে।
পরিস্কার পরিচ্ছন্নতার সাথে অারাধ্যরে করো প্রার্থনা, অারাধ্য যিনি তিনি রক্ষার সাথে করবে মার্জনা। ২০সেকেণ্ড সাবান পানিতে হাত করতে হবে ধৌত, জীবানু মুক্ত থাকতে একাজ ২০বার করতে হবে অন্তত। জীবানু প্রতিরোধী মাস্ক পোশাক হ্যাণ্ড গ্লাভস পড়ুন নিয়মিত, এভাবে চল্লে দূরে থাকবে করোনা ভাইরাস অাছে যতো।
সভা সমাবেশ সকল প্রকার অনুষ্ঠানাদী অার বিদেশাগতদের থেকে দূরে থাকুন, পরিবার সমাজ অাত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাতি গোষ্টি বাঁচান অার নিজে বাঁচুন। করোনা ভাইরাস থেকে বাঁচতে কেউ গুজবে দিবেন না কান, সচেতন হউন-নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন-ধর্ম মতে যা করার করুন-পর্য পরিস্কার থাকুন বাঁচবে নিজ নিজ প্রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *