সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ক্রেইন অপারেটর মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে মুর্ছা যাচ্ছে ঃ আমার নবজাতক সন্তান বাবা ডাকবে কাকে

ক্রেইন অপারেটর মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে মুর্ছা যাচ্ছে ঃ আমার নবজাতক সন্তান বাবা ডাকবে কাকে

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড টাইমস

আমার পেটের সন্তান আসলে কাকে বাবা ডাকবে? কে তাকে আদর করবে? কে সন্তানকে লেখাপড়া করাবে? হে আল্লাহ,
এই কেমন বিচার তোমার? আমি কাকে নিয়ে থাকবো? হে আল্লাহ,তুমি আমার মনিরকে
ফিরিয়ে দাও। এভাবেই আর্তনাদ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন বিএম ডিপোর ক্রেইন
অপারেটর মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তারের(১৯)। বিয়ের ছয় মাসের মাথায় যেন জীবনটা
এলোমেলো হয়ে গেল রহিমা আক্তারের ।
সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনার ৬৫ ঘণ্টা পরও খোঁজ মেলেনি বিএম
ডিপোর ক্রেইন অপারেটর আবদুল মনির হোসেনের (৩০)। আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২
টায় তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় কান্নার মাতম।এই কান্না কিছুতেই থামছেনা স্ত্রী
আত্মীয় স্বজনদের। মনিরের মামাতো ভাই আজম আলী জানায়,মনির খুব ভাল ছেলে ছিল,বিয়ে
করেছে মাত্র ছয় মাস হলো,স্ত্রী অন্তঃসত্ত্বা,মনিরের আয়েই চলতো তাদের সংসার।
তাকে জীবিত হোক আর মৃত হোক দেহটা পাওয়া গেলেও মনকে শান্তনা দেয়া যেতো,তাও মনে হয়
সন্দিহান।
নিখোঁজ আবদুল মনির হোসেন সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর এলাকার ফকিরপাড়ার বাসিন্দা
মো. আবুল হান্নানের (৬২) ছেলে।
আজম বলেন, গত ২০২১ সালের ১০ ডিসেম্বর আমার ভাই মনির হোসেনের বিবাহ হয়েছে
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার রহিমা আক্তারের সাথে। বর্তমানে রহিমা অন্তঃসত্ত্বা ঘটনার
দিন সে বিএম ডিপোতে ছিল। ঘটনার পর থেকে তার সাথে থাকা মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
সে বিএম ডিপোতে এফএলটি (ক্রেইন) অপারেটরের কাজ করতো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা লাশগুলো দেখে সনাক্ত করতে না পারার পর মনির
হোসেনের শ্যালক মো. আলী বলেন, কি জবাব দিবো বোনকে । সে মনিরের পথ চেয়ে বসে
আছে। বার বার আমাকে কল দিয়ে জানতে চাইছে কোন খোঁজ পেলাম কিনা। আজ মঙ্গলবার
সকালে চট্টগ্রামে মেডিকেলে ডিএনএ টেস্টের নমুনা দিতে আসা মনির হোসেনের বাবা
মো. আবুল হান্নান বলেন, বুড়ো বয়সে ছেলের লাশ কাঁধে নিতে চাই না। তারপরও জীবিত হোক
আর মৃত হোক আমার ছেলেকে ফিরিয়ে দিন। বাড়িতে ছেলের বউয়ের মুখ দেখতে কষ্ট হচ্ছে।কি
জবাব দেবো তাকে? আমার চেয়ে তাকে নিয়ে এখন বেশী চিন্তিত আছি।তারপর নাতি রয়েছে
ছেলের বৌএর গর্ভে। হে আল্লাহ,আমার ছেলেকে ফিরিয়ে দাও।এমনই অর্তনাৎ তাদের বাড়ীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *