সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / দহন কালের পদাবলী ঃ সুরাইয়া বাকের

দহন কালের পদাবলী ঃ সুরাইয়া বাকের

সীতাকুণ্ড টাইমস ঃ
দহন কালের পদাবলী
———-সুরাইয়া বাকের

ফাঁকা ফাঁকা রাজপথ ফাঁকা অলিগলি
সুনসান নীরবতা শহরতলী।
কোথাও কেউ নেই রুদ্ধ দুয়ার
বাইরে বিপদ তোমার অামার।
অাকাশে চাঁদ নেই বাতাস ভারী
উত্তাল সমুদ্র দিতে হবে পাড়ি।
চারিদিকে হাহাকার অজানা ভয়
পাংশুটে মুখখানি কখন কি হয়।
কথা হয় মুঠো ফোনে হয়না দেখা
কপালে ভাঁজ অার চিন্তার রেখা।
প্লেন,ট্রেন বাস নেই,নেই কার টেক্সী
নিঃসঙ্গ রাজপথ বাতাসের প্রক্সি।
পৃথিবীর দরজায় বিশাল তালা
বিশ্ব ব্রহ্মাণ্ড যেন বন্দীশালা।
তুচ্ছ সীমান্ত রেখা অসার যত চুক্তি
সব জোট অসহায় সব নিঃশক্তি।
বিজ্ঞান অসহায় অসহায় প্রযুক্তি
অধরা এখনো মানুষের মুক্তি।
রাতগুলো নির্ঘুম রুদ্ধশ্বাস
কে এসে বলবে করোনা মাইনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *