সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বার আউলিয়ায় উদ্বোধন হলো ব্লু প্রিন্ট ডিজিটাল মেশিন

বার আউলিয়ায় উদ্বোধন হলো ব্লু প্রিন্ট ডিজিটাল মেশিন

মোহরম আলী সুজন,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ড ব্যাপী সবধরনের ডিজিটাল প্রিন্টিং সেবা নিয়ে প্রথমবারের মত বার আউলিয়ায় স্থাপন করা হয়েছে ডিজিটাল প্রিটিং মেশিন। আজ শুক্রবার বিকালে ফুলতলায় মোজাম্মেল হক চৌধুরীর স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কোয়ালিটি কম্পিউটার এন্ড প্রিন্টার্স এর প্রতিষ্ঠান
” ব্লু প্রিন্ট ডিজিটাল মেশিন”এর উদ্বোধন করেন
৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনির আহমেদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন-ফুলতলা বায়তুল আমান মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা আব্দুল হালিম হিলালী ও
হযরত বার আউলিয়া( রঃ) দরগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মৌলানা আতিক উল্লাহ সাহেব।
প্রোপাইটর মামুন চৌধুরী জানান, ১ ঘন্টার মধ্যে ব্যানার, পোষ্টারসহ বিভিন্ন ধরণের কার্ড, ভিজিটিং কার্ড প্রিন্টিং এর মাধ্যমে সরবরাহ দেওয়া সম্ভব হবে।
সেবা সমুহ ঃ
ডিজিটাল ব্যানার,ডিজিটাল সাইন,পিভিসি ফ্ল্যাক্স,সলভেন্ট ষ্টিকার,গ্রাফিক্স ডিজাইন,রিপ্লেক্টিভ ষ্টিকার,সীল ও অটো ষ্ট্যাম্প,স্ক্রীন প্রিন্টের ব্যানার,ক্রেষ্ট,মগ,টি শার্ট প্রিন্টিং ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *