সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বার আউলুয়ায় সুবেদার শিপ ইয়ার্ডে দূর্ঘটনা : ২ শ্রমিকের মৃত্যু, আহত ১৩

বার আউলুয়ায় সুবেদার শিপ ইয়ার্ডে দূর্ঘটনা : ২ শ্রমিকের মৃত্যু, আহত ১৩

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ : সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১৩ জন।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুইজন হচ্ছে মিরসরাই উপজেলার আব্দুল কাদেরের ছেলে আমিনুল (৫০) এবং খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সুর্য কুমার চাকমার ছেলে তুষার চাকমা (২৩)।

জানা যায়, বিকালে জাহাজে কাটিং করার ওয়ার (মোটা তার) ছিড়ে পড়ে মারাত্মক আহত হয় বেশ কয়েকজন শ্রমিক। তাদেরকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

আহতদের মধ্যে কয়েকজনের পাওয়া গেছে, তারা হচ্ছেন নাসিরুদ্দিন (৬০) শরিফ (৩০), রান দায়াল (৪০), রিমন (২৪), বনজয় ত্রিপুরা (২৮), সুরান ত্রিপুরা (৪৩), অনিক ত্রিপুরা (২০), শ্রাবণ (২৫) সঞ্জয় (২৫), জগদীশ (২৫), রতন (৩০) ও ফারুক (২৫)।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ ও কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখার।

দূর্ঘটনা বিষয়ে জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের সুপার ভাইজার মো. জাফর বলেন, শ্রমিকরা প্রতিদিনের ন্যায় কাজ করার সময় জাহাজ থেকে ওয়ার (মোটা তার) হঠাৎ ছিড়েঁ পড়ে। এসময় বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা গেছে শুনেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *