সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ভাটিয়ারিতে চিটাগাং গ্রামার কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

ভাটিয়ারিতে চিটাগাং গ্রামার কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

মামুনুর রশীদ,সীতাকুণ্ড টাইমসঃ
চিটাগাং গ্রামার স্কুল দ্বারা পরিচালিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সিজিএস কমিউনিটি স্কুলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ২৫ জানুয়ারি সিজিএস (সি.এস) ভাটিয়ারী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় । চিটাগাং গ্রামার স্কুল এর টিচার্স(শিক্ষিক) কো-অর্ডিনেটর শিক্ষিকা সোমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিটাগাং গ্রামার স্কুলের এইচ আর প্রধান হামিদা খান মনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম । চিটাগাং গ্রামার স্কুল এর শিক্ষিকা হাবিবুন নেছার উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক মামুনুর রশিদ(মামুন)। কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিটাগাং গ্রামার স্কুলের এইচ আর প্রধান হামিদা খান মনি সিজিএস ন্যাশনাল কারিকুলামে পরিচালিত ২০১২ সাল থেকে শুরু হওয়া এই কমিউনিটি বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন সাথে সাথে সিজিএস কমিউনিটি স্কুলের ভবিষ্যত স্বপ্ন ও কার্যক্রম তুলে ধরেন। । সিজিএস (সি.এস) ভাটিয়ারী ক্যাম্পাসে প্রায় ১৪০ জন শিক্ষার্থীর উৎসাহী পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনটি। উল্লেখ্য, সিজিএস কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য পরিচালকগণ এই দিনে হাইজিন প্যাক উপহার দেন। তাছাড়াও এই স্কুলের শিক্ষার্থীদের জন্য চিটাগাং গ্রামার স্কুলের পরিচালকগণ প্রতিবছর বই-খাতা, স্কুল ড্রেস, ঈদের পোশাক এবং প্রতিদিন টিফিনে দুধ, কলা, ডিম দেন সম্পূর্ণ বিনামূল্যে। চিটাগাং গ্রামার স্কুল এর স্কুল ড্রেস এর ন্যায় তাদেরও দেওয়া হয়েছে একই স্কুল ড্রেস । সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার এ যেন অনন্য শিক্ষাঙ্গন। উল্লেখ্য যে, ২০১২ সনের ৪ষ্টা ফ্রেব্রুয়ারী মাত্র ১৮ জন শিক্ষার্থী নিয়ে সিজিএস কমিউনিটি স্কুলের যাত্রা শুরু হয় যা বর্তমানে ৬টি প্রতিষ্টানে এগারো শাতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুল প্রাঙ্গন মূখর করে তুলেছেন,আর এই মহৎকাজ সম্পূন্ন করার জন্য যারা নিরলসভাবে কাজ করে গেছেন তারা হলেন মহৎপ্রান শিক্ষানুরাগী চিটাগ্রাং গ্রামার স্কুলের সম্মানিত পরিচালক মিসেস ফারহাত খান, মিসেস শিরিন ইস্পাহানী ও প্রয়াত বিলকিস ইকবাল দাদা। অনুষ্টানের শেষে প্রতিটি শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস দেওয়া হয় । এছাড়া ২০১৯ সালে মেধা তালিকায় স্থান করে নেওয়া শিক্ষার্থীদের সনদ বিতরনের মধ্য দিয়ে উৎসাহ দেওয়া হয় । সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্টান যা ছিল সত্যিই প্রশংসনীয় উদ্যোগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *