সংবাদ শিরোনাম
Home / জাতীয় / ভারতে পালিয়ে যাওয়ার সময় রানা প্লাজার মালিক সোহেল রানা গ্রেফতার

ভারতে পালিয়ে যাওয়ার সময় রানা প্লাজার মালিক সোহেল রানা গ্রেফতার

rana  ২৮ এপ্রিল (সীতাকুণ্ড টাইমস ডটকম)-সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব রবিবার দুপুরে এক অভিযান চালিয়ে বেনাপোল থেকে তাকে গ্রেফতার করে।

আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবীর নানক এ খবর নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এ ঘোষণার সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুলও হক টুকু, স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং।

নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে রানাকে ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়। বিকেল ৩টার দিকে র‌্যাবের একটি দল বেনাপোল থেকে ভারতে পালিযে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।’

এদিকে বেনাপোল থানার ওসি মিজানুর রহমান রানার গ্রেপ্তারের বিষয়টি তাদের জানা নেই বলে জানান। তবে বোনাপোল থানার ইমিগ্রেশন কর্মকর্তা কামরুল জানান, সোহের রানাকে ধরতে সরকার থেকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ তার সন্ধান দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *