সংবাদ শিরোনাম
Home / জাতীয় / মহাসেন নিয়ে মহাবিতর্ক !

মহাসেন নিয়ে মহাবিতর্ক !

কাজি সাদেক,
১৯ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-rough-sea-(9)20130514061657
শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর ঘটে যাওয়া সাইক্লোনকে “মহাসেন” নামে অভিহিত করেন। মহাসেন মূলত: শ্রীলংকার একজন বিখ্যাত রাজার নাম। তার শাসনকাল ছিল ২৭৭-৩০৪ খ্রিষ্ঠাব্দ। একজন বিখ্যাত রাজার নামে ধ্বংসাত্মক ঘুর্ণিঝড়ের নামকরন করায় দেশটির বিশিষ্ট নাগরিক সমাজসহ অনেকে ক্ষুব্ধ হন। অবশেষে শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর উক্ত নামকরনের জন্য ক্ষমা চান। তবে তারা বলতে চেয়েছেন যে রাজা মহাসেন শ্রীলংকার কৃষি কাজে ব্যাপক সম্প্রসারন করে ছিলেন এবং যেহেতু ঘুর্নিঝড় বৃষ্টি ও প্লাবন কৃষি জমির উর্বরতার বৃদ্ধির সহায়ক । তাই ঘূর্নিঝড়টিকে রাজা মহাসেন এর নামে নামকরন যথার্থ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *