সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / মহাসড়ক যানজট মুক্ত করার চেয়ে চাঁদাবাজীতে ব্যস্ত হাইওয়ে পুলিশ || আইন শৃংখলা মিটিং-এ এমপি’র ক্ষোভ||

মহাসড়ক যানজট মুক্ত করার চেয়ে চাঁদাবাজীতে ব্যস্ত হাইওয়ে পুলিশ || আইন শৃংখলা মিটিং-এ এমপি’র ক্ষোভ||

নিজস্ব প্রতিবেদক,
২৮ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-sitakund low miting picture-01
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত করার চেয়ে চাঁদাবাজীতে বেশী মনযোগী বার আউলিয়া হাইওয়ে পুলিশ। উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার অন্তরগত ৫টি স্পর্টে প্রকাশ্যে এ চাঁদাবাজী হচ্ছে। গাড়ী দাঁড় করিয়ে চাঁদাবাজী করার ফলে মহাসড়ক যানজট মুক্ত ছেয়ে যানজট সৃষ্টি হচ্ছে বেশী। ফলে প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যানজট। ভোগান্তির মধ্যে পড়তে হয় স্থানীয় যাত্রী সাধারণ। ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে সরকারের। মঙ্গলবার সীতাকুন্ড  আইন শংখলা কমিটির মিটিং-এ উপরোক্ত মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ বি এম আবুল কাসেম এমপি।
সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী বলেন, মহাসড়কের বার আউলিয়া, ভাটিয়ারী, জলিল গেইট, ছলিমপুর ও রয়েল সিমেন্ট গেইট এলাকায় এলোপাতাড়ী গাড়ী রাখার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় হাইওয়ে পুলিশকে অন্তভূক্ত করার দাবী করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুনসহ উপজেলার সকল চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *